উদ্যোক্তা থেকে ভূরাজনৈতিক বিশ্লেষক, ইমদাদুল হক সোহাগের রূপান্তরের গল্প
হাবিবুর রহমান, ঝিনাইদহ : নিজের স্বপ্ন বাস্তবায়নের পথে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেছিলেন মো. ইমদাদুল হক সোহাগ। সময়ের সঙ্গে সঙ্গে সেই যাত্রা তাঁকে নিয়ে গেছে এক ভিন্ন দিগন্তে—ভূরাজনৈতিক বিশ্লেষণের জগতে। ব্যবসা, আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক শক্তির টানাপোড়েন এই তিনের মেলবন্ধনেই গড়ে উঠেছে তাঁর নতুন পরিচয়।
শুরুর দিনগুলোতে সোহাগের মনোযোগ ছিল উদ্যোক্তা হিসেবে টিকে থাকা ও নতুন কিছু গড়ে তোলার দিকে। দেশীয় বাজারের বাস্তবতা, বিনিয়োগের ঝুঁকি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ তাঁকে বাস্তববাদী করে তোলে। তবে ব্যবসার প্রয়োজনে আন্তর্জাতিক বাজার, বৈদেশিক নীতি ও আঞ্চলিক রাজনীতির প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে তাঁর আগ্রহ ধীরে ধীরে বিস্তৃত হয় ভূরাজনীতির দিকে। বৈশ্বিক সিদ্ধান্ত কীভাবে স্থানীয় অর্থনীতি ও উদ্যোক্তাদের জীবনকে প্রভাবিত করে—এই প্রশ্নই তাঁকে ভাবনায় ডুবিয়ে রাখে।
সেই ভাবনার ধারাবাহিকতায় তিনি নিয়মিত আন্তর্জাতিক রাজনীতি, শক্তির ভারসাম্য, দক্ষিণ এশিয়ার কৌশলগত গুরুত্ব ও বৈশ্বিক অর্থনীতির গতিপ্রকৃতি নিয়ে পড়াশোনা শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন জাতীয় দৈনিকে লেখালেখির মাধ্যমে নিজের বিশ্লেষণ তুলে ধরতে থাকেন। ধীরে ধীরে তাঁর লেখা ও বক্তব্য পাঠক-শ্রোতাদের দৃষ্টি কাড়ে। জটিল ভূরাজনৈতিক বিষয়কে সহজ ভাষায় ব্যাখ্যা করার দক্ষতাই তাঁকে আলাদা করে চিহ্নিত করেছে।
মো. ইমদাদুল হক সোহাগ মনে করেন, উদ্যোক্তা হওয়ার অভিজ্ঞতা তাঁকে বাস্তবমুখী বিশ্লেষক হতে সাহায্য করেছে। তিনি বলেন, ‘ভূরাজনীতি শুধু রাষ্ট্রের বিষয় নয়, এর প্রভাব পড়ে সাধারণ মানুষ ও ব্যবসার ওপর। একজন উদ্যোক্তা হিসেবে আমি সেই প্রভাবটা কাছ থেকে দেখেছি।’ এই অভিজ্ঞতাই তাঁর বিশ্লেষণে যুক্ত করে ভিন্ন মাত্রা।
বর্তমানে তিনি আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক শক্তির দ্বন্দ্ব, জ্বালানি রাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নিয়মিত মতামত দেন। বিশেষ করে দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের রাজনীতি তাঁর বিশ্লেষণের কেন্দ্রবিন্দু। অনেক তরুণ পাঠক তাঁর লেখার মাধ্যমে বৈশ্বিক রাজনীতির প্রতি আগ্রহী হয়ে উঠছেন বলে জানান।
উদ্যোক্তা থেকে ভূরাজনৈতিক বিশ্লেষক হয়ে ওঠার এই পথচলা সহজ ছিল না। তবে ইমদাদুল হক সোহাগের গল্প দেখায়—নিজের অভিজ্ঞতা ও কৌতূহলকে কাজে লাগালে নতুন পরিচয় গড়া সম্ভব।
মো. ইমদাদুল হক সোহাগ ১৯৮৭ সালে অক্টোবরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তৈলকুপ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
(এইচআর/এসপি/জানুয়ারি ২৪, ২০২৬)
