রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের উপর বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের একাংশের আয়োজনে আজ শনিবার সকালে শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে এ কর্মসুচি পালন করা হয়।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যাণার্জী, দক্ষিণে মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, সময় টিভির মমতাজ আহম্মেদ বাপ্পি, ’৭১ টিভির বরুন ব্যাণার্জী, বাংলঅ ভিশনের আসাদুজ্জামান, এটিএন বাংলার কামরুজ্জামান, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, ডিবিসির বেলাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে সংবাদ সংগ্রহকালে যমুনা টেলিভিশনের প্রতিনিধি আকরামুল ইসলামের উপর ২৬টি ভেজাল সারের গোডাউনের মালিক ও অবৈধ সিন্ডিকেটের মূল হোতা মাজেদ গাজী এবং তার দুই পুত্র ও স্ত্রী তার উপর পরিকল্পিত হামলা চালায়। তার ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করে। বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। বক্তারা হুঁশিয়ারি দেন যে, নির্ধারিত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় না আনলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

(আরকে/এসপি/জানুয়ারি ২৪, ২০২৬)