রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে গ্রাম-গঞ্জ, পথ-ঘাটে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। এরই অংশ হিসেবে ফরিদপুর-৩ (সদর) আাসনের কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে ইউনিয়েনের ৪ নং ওয়ার্ডে প্রচারণা প্রচারণা চালানো হয়।

আজ শনিবার দুপুর থেকে স্থানীয় কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কোতয়ালি থানা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফার নেতৃত্বে এ প্রচারণায় আরও অংশ নিয়েছেন, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম সুজা, ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদ মিয়া, ৪ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়া দুলাল, কোতয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদ, কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সহ আরও অনেকে।

আজ শনিবার প্রায় সন্ধ্যা পর্যন্ত চালানো এ প্রচারণায় কৃষ্ণনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রতিটি বাড়ি, রাস্তা-ঘাট, হাট-বাজার ও দোকানে-দোকানে গিয়ে ফরিদপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে ধানের শীষ মার্কায়, স্থানীয় প্রান্তিক জনগণের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন স্থানীয় নেতাকর্মীরা।

(আরআর/এসপি/জানুয়ারি ২৪, ২০২৬)