‘আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে’
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনা- ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, “আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।” তিনি বলেন, শুধু অবকাঠামো নয়, শিক্ষার মানোন্নয়নে পুরো শিক্ষা ব্যবস্থাকেই ঢেলে সাজানো হবে।
আজ শনিবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় ও স্থানীয় দৈনিক, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাবিবুর রহমান হাবিব বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে ঈশ্বরদী বিমানবন্দর চালু করা হবে, রেলওয়ে জংশন স্টেশন আধুনিকায়ন, রেলগেট সমস্যার স্থায়ী সমাধান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং আটঘরিয়ায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে ঈশ্বরদী ও আটঘরিয়াকে পরিকল্পিতভাবে সাজানো হবে।”
তিনি আরও বলেন, “ঈশ্বরদীকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করা হবে।”
মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। এতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম।
সভায় সাংবাদিকরা ঈশ্বরদী ও আটঘরিয়ার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—দীর্ঘদিন বন্ধ থাকা বিমানবন্দর চালু, রেলস্টেশন আধুনিকায়ন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্টেডিয়ামের উন্নয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধি, রেলগেট সমস্যা নিরসন, পাঠাগার ও শিশুপার্ক নির্মাণ, মাদক নির্মূল, সড়ক উন্নয়ন এবং সাংবাদিক সংগঠনকে দলীয় প্রভাবমুক্ত রাখা।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান হাবিব বলেন, “সব সমস্যার সমাধান করতে হলে আগে আমাকে নির্বাচিত হতে হবে। নির্বাচিত হলে পর্যায়ক্রমে প্রতিটি সমস্যার সমাধান করা হবে।”
তিনি আরও বলেন, মাদক নির্মূলে তিনি কঠোর অবস্থানে থাকবেন। পাশাপাশি খেলাধুলার উন্নয়নে আধুনিক স্টেডিয়াম নির্মাণ, বিনোদনের জন্য শিশুপার্ক ও পাঠাগার স্থাপন, বিমানবন্দর চালু, রেলস্টেশন আধুনিকায়ন এবং প্রেসক্লাবকে দলীয় প্রভাবমুক্ত রাখার প্রতিশ্রুতি দেন।
সবশেষে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “উন্নয়নের মাধ্যমে ঈশ্বরদী ও আটঘরিয়াকে সুন্দরভাবে সাজানো হবে।”
এ সময় আটঘরিয়ায় কৃষি বিশ্ববিদ্যালয়, ফল ও শাকসবজি সংরক্ষণাগার স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হক ডাবলু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন, জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলাম নয়নসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
মতবিনিময় সভাটি সমন্বয় করেন সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ।
(এসকেকে/এসপি/জানুয়ারি ২৪, ২০২৬)
