ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত
স্টাফ রিপোর্টার : রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার সকাল ৮টা ৩৪ মিনিটে সেখানে কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অফিস সহকারী ফারজানা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৮টা ৩৪ মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা থেকে ৩৩১ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।
এছাড়া অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। যদিও ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল। এছাড়া বেশিরভাগ মানুষ এটি অনুভব করেননি বলে জানিয়েছে সংস্থাটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঠাকুরগাঁওয়ের বাসিন্দারা জানান, ঝাঁকুনি বেশ শক্তিশালী ছিল। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশংকৈলের বাসিন্দারা এটি সবচেয়ে বেশি অনুভব করেছেন।
(ওএস/এএস/জানুয়ারি ২৫, ২০২৬)
