রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের বিশিষ্ট শিল্পপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব চৌধুরী ফারিয়ান ইউসূফ বলেছেন, 'ফরিদপুরে গণমানুষের সাথে চৌধুরী পরিবারের একটি গভীর সম্পর্ক রয়েছে'।

শনিবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে এক প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মল্লিকপুর গ্রামের শেখ সাইফুল (সাইফুল মহুরি) এর বাড়ীতে স্থানীয় বিএনপি নিয়োজিত এক উঠান বৈঠকে ফারিয়ান আরও বলেন, 'আমার পরিবার দীর্ঘদিন ফরিদপুরের গণমানুষের প্রতিনিধিত্ব করেছেন, আপনাদের সেবা করেছেন। চৌধুরী পরিবারের উত্তরসূরী হিসেবে আমরা পরিবার থেকে শিখেছি কিভাবে নিঃস্বার্থভাবে এ এলাকার মানুষকে ভালোবাসতে হয়। আমাদের জানা আছে ফরিদপুরের গণমানুষ কি চান, কি দরকার এবং কখন দরকার। এ এলাকার মানুষের সাথে আমাদের যে গভীর সম্পর্ক রয়েছে তা অন্য কোনো আগুন্তকের পক্ষে বোঝা সম্ভব নয়।' ফারিয়ান ইউসূফ স্থানীয় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, 'কারও কথায় বিভ্রান্ত না হয়ে ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফকে ধানের শীষে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করেবেন। আনি বিশ্বাস করি ও জানি, আপনারা অবশ্যই এটা করবেন কারণ, আমরাই আপনাদের প্রকৃত আপনজন।

স্থানীয় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কোতয়ালি থানা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, ফরিদপুর মহানগর বিএনপি'র অন্যতম সদস্য মো. লুৎফর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কানাইপুরের বিশিষ্ট শিপ্পপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ন সাইফুল আলম কামাল, কানাইপুর ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব শেখ, সাধারণ সম্পাদক মো. ইউসূফ আলী মোল্লা, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম সুজা, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদ মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মো. আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি বাবলু শেখ, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাল সহ আরও অনেকে।

(আরআর/এএস/জানুয়ারি ২৫, ২০২৬)