নড়াইলে কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
রূপক মুখার্জি, নড়াইল : জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মোস্তফা কামালের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের নড়াইল জেলা শাখার তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির স্থগিতাদেশও তুলে নেওয়া হয়েছে। এতে নড়াইল জেলা কৃষক দলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
কেন্দ্রীয় কৃষক দল সূত্রে জানা যায়, মোস্তফা কামালের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আনা অভিযোগসমূহ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল যৌথভাবে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন। শনিবার (২৪ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক স্বার্থ ও গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত ও পর্যালোচনা শেষে মোস্তফা কামালের বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ বাতিল করা হয়েছে।
একইসঙ্গে নড়াইল জেলা কৃষক দলের তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে নড়াইল জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কৃষকদলের নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানান। এ উপলক্ষে তারা নড়াইল শহরের ভওয়াখালী এলাকায় মোস্তফা কামালের বাসভবনে ফুলের তোড়া নিয়ে গিয়ে তাকে অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে দল আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
নেতাকর্মীরা বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে এবং তৃণমূল পর্যায়ে কৃষক দল নতুন উদ্দীপনায় কাজ করতে পারবে।
(আরএম/এএস/জানুয়ারি ২৫, ২০২৬)
