হাবিবুর রহমান, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় প্রাইভেটকারের ধাক্কায় মোফাজ্জেল মালিতা নামের এক কৃষক নিহত হয়েছে। আজ রবিবার সকালের দিকে উপজেলার ভাটইবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জেল মালিতা পার্শ্ববর্তী বেড়বাড়ি গ্রামের মৃত তাইজাল মালিতার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ভাটইবাজার থেকে বাইসাইকেলে করে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন মোফাজ্জেল। পথিমধ্যে ভাটইবাজার কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(এইচআর/এসপি/জানুয়ারি ২৫, ২০২৬)