শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে দুই খালের সংযোগস্থলে একটি কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজেলার রমজাননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নিলেমিস্ত্রী মোড় এলাকায় পাতড়াখোলা আটকাটা খাল হতে ধুমঘাট অন্তাখালী খাল সংলগ্ন সিএনবি রাস্তার ওপর একটি কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগণ। মানববন্ধনে এলাকার অর্ধ-শতাধিক নারী-পুরুষ, যুবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কালাম ঢালী, শিক্ষক মাকছুদুর রহমান, গ্রাম্য ডাক্তার ফারুক হোসেন, নুরুজ্জামান চকিদার, কৃষক বাক্কার গাজী, কৃষাণী জহুরা বেগম, মাহফুজা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দুই খালের সংযোগস্থলে কালভার্ট না থাকায় পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারছে না। ফলে বর্ষা মৌসুম এলেই আশপাশের কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতার কারণে ফসল নষ্ট হচ্ছে এবং জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বক্তারা আরও বলেন, বহুদিন পরে নতুন করে শ্যামনগর থেকে ভেটখালী সড়কের কাজ চলমান রয়েছে এখন যদি সিএনবি রাস্তার ওপর একটি কালভার্ট নির্মাণ না করা হয় তাহলে দুই খালের পানি সরবরাহ করতে পারবে না। রাস্তা তৈরি হয়ে গেলে আর কোন দিন রাস্তা কেটে কালভার্ট হবে না। ফলে সারা জীবন আমাদের জলাবদ্ধতা ভোগ করতে হবে এবং প্রতিবছর হাজার হাজার বিঘা ফসলি জমি পানিতে তলিয়ে থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি দ্রুত এই স্থানে একটি কালভার্ট নির্মাণ করা হোক তাহলে পানি চলাচল স্বাভাবিক হবে এবং এলাকাবাসী স্থায়ীভাবে জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পাবে।
এছাড়াও মানববন্ধন থেকে এলাকাবাসী কালভার্ট নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করার কথা বলেন।
(আরকে/এসপি/জানুয়ারি ২৫, ২০২৬)
