সালথায় কলাবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় হিরা মনি (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বিকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া কাজীপাড়া গ্রামের একটি কলা বাগানের মধ্যে থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়।
হিরা মনি বড়খারদিয়া ছয়আনী গুচ্ছগ্রামের চুন্নু মোল্যার স্ত্রী ও এক সন্তানের মা।
যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিক মোল্যা বলেন, স্বামীর সাথে ঝগড়া করে হিরামনি আত্মহত্যা করেছে বলে লোক মুখে শুনেছি। ঘটনার পর থেকে স্বামী চুন্নু মোল্যা পলাতক রয়েছে। তাকে প্রশাসনের পাশাপাশি আমরাও খুজতেছি।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে খারদিয়া গ্রামের একটি কলাবাগান থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে নিহত গৃহবধুর স্বামী চুন্নু পলাতক আছে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এএন/এসপি/জানুয়ারি ২৫, ২০২৬)
