৩০ হাজার কেন্দ্রে বডিওর্ন ক্যামেরা থাকবে
স্টাফ রিপোর্টার : গণভোট ও সংসদ নির্বাচনে ৩০ হাজার ভোটকেন্দ্রে বডিওর্ন ক্যামেরা থাকবে।
সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনে ২৫ থেকে ৩০ হাজার বডিওর্ন ক্যামেরা থাকবে। এছাড়া পূজার সময় যে অ্যাপ ব্যবহার করা হয়েছিল, তা চালু রাখবে সংশ্লিষ্ট বাহিনী।
ইসি সচিব বলেন, ভোটের কাজে সহায়তা দিতে ১৬ হাজার বিএনসিসির ক্যাডেটরা থাকবে।
আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
(ওএস/এএস/জানুয়ারি ২৬, ২০২৬)
