শ্রীনগরে শেখ মোঃ আব্দুল্লাহ'র নির্বাচনী সভা
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
মুন্সীগঞ্জ ০১ আসনে বিএনপির প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) রাত ৭টায় কোলাপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কোলাপাড়া বাজার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ০১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের সংসদ সদস্য প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ।
কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম ফরিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: গোলাম মাওলা কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো: শহীদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির, শ্রীনগর সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুল ইসলাম মিল্টন, মুন্সীগঞ্জ জেলা প্রজন্ম দলের সভাপতি মো: মাঈনুল করিম, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ।
(এআই/এএস/জানুয়ারি ২৬, ২০২৬)
