‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ’
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ- ১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তি জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
তিনি বলেন, আপনাদের ভোটে যদি মহান জাতীয় সংসদে যেতে পারি, আমি কথা দিচ্ছি আপনাদের সুখে-দুঃখে সেবক হিসেবে সবসময় পাশে থাকব।
গতকাল রবিবার রাতে মুকসুদপুর উপজেলার জলিলপাড় ইউনিয়নের ফুলকুমারী গ্রামের যুব সংঘ আয়োজিত সরস্বতী পূজার পদাবলী কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে নির্ধারণ হবে এলাকার উন্নয়ন হবে কি হবে না। এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা বিএনপিকে ধানের শীষে ভোট দিন।
সেলিমুজ্জামান আরও বলেন, আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। নির্বাচনে আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি কাশিয়ানী-মুকসুদপুর উপজেলার মানুষের বেকার সমস্যা, রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো।
এসময় উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, দিগনগর ইউপির সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু, জেলা কৃষকদলের সভাপতি বদরুজ্জামান এজাজ, মুকসুদপুর উপজেলা বিএনপি নেতা রানা ঠাকুর, জলিলপাড় ইউনিয়ন ইউপি সদস্য সুমন মন্ডল প্রমুখ।
(টিবি/এসপি/জানুয়ারি ২৬, ২০২৬)
