বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে এক পুরোহিতের বসতভিটা দখল করে গাছপালা কেটে ঘর নির্মাণ করেছে একটি প্রভাবশালী চক্র। শুধু একরেই খান্ত হয়নি ওই প্রভাবশালী চক্রটি। তারা বসতভিটা দখল করে ঘর নির্মাণের পর মহাৎসবে বিরানী রান্না করে খেয়েছে। এসময় ওই প্রভাবশালী চক্রকে বাধা দিতে গিয়ে ব্রাহ্মণ পরিবারের ২ জন আহত হয়েছে। এখবর ছড়িয়ে পড়লে গ্রামবাসি বিক্ষোভে ফেটে পড়ে ও নব নির্মিত ২টি ঘরের মধ্যে একটি ঘর ভাংচুর করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ব্রক্ষ্মগাতী গ্রামের অশীতিরপর পুরোহিত অতুল ভট্টাচার্জের বসতবাড়ির জায়গার ৫০-৬০ টি বিভিন্ন ধরণের ফলন্ত গাছ কেটে আড়ুয়াবর্নি গ্রামের প্রভাবলাশী খলিল মোল্লা, আনসার আলী ও কালামের নেতৃত্বে শতাধিক লোক ২ টি টিনের ঘর নির্মাণ করে। এ সময় তাদের বাধা দিতে গিয়ে পুরোহিতের ছেলে মিলন (৩৫) ও মনা রানী (২৬) আহত হয়। এখবর ছড়িয়ে পড়লে গ্রামবাসি বিক্ষোভে ফেটে পড়ে এবং নব নির্মিত ২টি ঘরের মধ্যে একটি ঘর ও জায়গা দখল করে দেয়া বেড়া ভাংচুর করে।

এ ব্যাপারে দখলদার খলিল মোল্লার ছেলে তুহিন মোল্লা জানান, ওই জায়গা পুরোহিতের পুত্রবধূর নামে পাওয়ার অফ এ্যাটর্নি থাকায় তার এক আত্মীয় ক্রয় করেছে। ক্রয়কৃত জায়গায় তারা ঘর নির্মান করেছে।

এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা চিতলমারী থানার সেকেন্ড অফিসার এসআই সোলায়মান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

(একে/এএস/ডিসেম্বর ২১, ২০১৪)