‘বেশ্যাখানা’ বলা জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জাতীয় শিক্ষাধারার
স্টাফ রিপোর্টার : ডাকসুকে ‘বেশ্যাখানা’ ও ‘মাদক আড্ডা’ বলা সংগঠন জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় শিক্ষাধারা।
আজ সোমবার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় শিক্ষাধারার আহবায়ক শান্তা ফারজানা, যুগ্ম আহবায়ক কামরুন নাহার, আশিকুল ইসলাম, সদস্য সচিব কাজী নওরীন এই দাবি জানান।
এতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশে স্বাধীনতা যেমন এই যুদ্ধাপরাধী সংগঠন দুটি চায় না, তেমনি নারীদের শিক্ষা-উন্নয়নও চায় না। যে কারণে কথায় কথায় তারা নারীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে। সেই সাথে আমরা মনে করি এরা ডাকসুসহ অনুষ্ঠিত সকল ছাত্র সংসদ নির্বাচনে প্রতারণার আশ্রয় নিয়ে নির্বাচিত হওয়ার নাটক মঞ্চস্থ করেছে।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যায়ের টিএসসি থেকে স্বীকৃতি শিক্ষকদেরকে প্রথম শ্রেণির নাগরিকত্ব প্রদান, রাষ্ট্রিয় অর্থায়নে শিক্ষাধিকার বাস্তবায়ন ও শিক্ষাঙ্গণকে কোটামুক্ত সুশিক্ষার আশ্রয়স্থল করার দাবিতে আত্মপ্রকাশ করে।
(পিআর/এসপি/জানুয়ারি ২৬, ২০২৬)
