পাকিস্তান সরে দাঁড়ালে বিশ্বকাপে ফিরতে পারে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে আইসিসি, বাংলাদেশ ও পাকিস্তানের নাটকীয়তা থামছেই না। বাংলাদেশের বাদ পড়া দিয়ে শুরু হওয়া এই নাটক নতুন মোড় নিতে পারে পাকিস্তানের সিদ্ধান্তে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে বাংলাদেশের আবারও টুর্নামেন্টে ফেরানোর সুযোগ তৈরি হতে পারে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি সোমবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দিকনির্দেশনা নিতে।
বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা থাকলেও নকভি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার অথবা আগামী সোমবার। ফলে স্কোয়াড ঘোষণা হলেও পাকিস্তানের অংশগ্রহণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
এই অনিশ্চয়তার মধ্যেই আইসিসি নাকি পাকিস্তানকে সতর্ক করেছে, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। একই সঙ্গে আইসিসির অভ্যন্তরীণ আলোচনায় উঠে এসেছে নতুন একটি সম্ভাবনার কথা।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি টুর্নামেন্ট থেকে সরে যায়, তাহলে গ্রুপ ‘এ’-তে তাদের জায়গায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হতে পারে।
প্রতিবেদনে আইসিসির এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ‘পাকিস্তান যদি সরে দাঁড়ায়, তাহলে বাংলাদেশকে গ্রুপ এ-তে নেওয়া হবে এবং বিসিবির আগের দাবির আলোকে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা সম্ভব হবে। এতে বড় ধরনের লজিস্টিক সমস্যাও হবে না।’
এই ক্ষেত্রে বাংলাদেশের ফেরা হবে পাকিস্তানের জায়গা শূন্য হওয়ায়, আইসিসির আগের সিদ্ধান্ত বদলানোর কারণে নয়।
আইসিসি আগেই জানায়, নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণ নিশ্চিত না করায় এবং বোর্ড সভায় ১৪-২ ভোটে বিপক্ষে রায় যাওয়ায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে।
এদিকে পাকিস্তান পুরোপুরি সরে দাঁড়ানো ছাড়াও অন্য কিছু বিকল্প ভাবছে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে প্রতীকী প্রতিবাদ। কালো আর্মব্যান্ড পরে মাঠে নামার কথাও আলোচনায় আছে। ভারত ম্যাচটি বর্জনের বিষয়টিও আলোচনায় থাকলেও, তাতে আইসিসি ও বিসিসিআইয়ের সঙ্গে আগেই হওয়া ‘হাইব্রিড মডেল’ চুক্তি লঙ্ঘিত হবে এবং বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে পিসিবি।
সব মিলিয়ে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব। সেই সিদ্ধান্তই ঠিক করে দিতে পারে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধ্যায় সত্যিই শেষ, নাকি নতুন করে ফেরার আরেকটি সুযোগ সামনে আসছে।
(ওএস/এএস/জানুয়ারি ২৭, ২০২৬)
