নির্বাচনী মাঠের সরব খেলাফত মজলিসের প্রার্থী মিনহাজুল আলম
একে আজাদ, রাজবাড়ী : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী- ২ আসনে ৯ জন সংসদ সদস্য প্রার্থী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে সরব রয়েছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক দল খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও শিক্ষানুরাগী, খেলাফত মজলিশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা সিটি কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী মিনহাজুল আলম। তার নিজ এলাকার সাধারণ জনগণ জানান তিনি ইতি মধ্যে নিজ অর্থায়নে মসজিদ নির্মাণ করছেন। সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে আমরা আশা করছি মানুষ যোগ্য লোককে দেখেই ভোট দেবে।
'দেওয়াল ঘড়ি' প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী মাঠে জনসংযোগ করে চলেছেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনে তিনি একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে ভোটারদের কাছে পরিচিত।
মঙ্গলবার দিনব্যাপী রাজবাড়ী- ২ সংসদীয় আসনের বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন প্রান্তে, পাংশা উপজেলার আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন জায়গায় নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম করেন 'দেওয়াল ঘড়ি' প্রতীকের এই প্রার্থী।
প্রচারণা কালে এই শিক্ষাবিদ সাংবাদিকদের বলেন, দুর্নীতি-বৈষম্যমুক্ত সমাজ গঠন, দুর্নীতিমুক্ত উন্নয়ন এবং কল্যাণমূলক বাংলাদেশ গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি ও তার দল কাজ করে যাচ্ছেন।
নির্বাচিত হলে এলাকায় বেকারত্ব দূর করার লক্ষ্যে শিল্প-কলকারখানা তৈরির চেষ্টা, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও শিক্ষা খাত উন্নয়নে কাজ করার দৃঢ় মনোভাব ব্যক্ত করেন তিনি।
অধ্যাপক কাজী মিনহাজুল আলম আগামী ১২ তারিখে পরিবর্তন ও উন্নয়নের জন্য 'দেওয়াল ঘড়ি' মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
(একে/এসপি/জানুয়ারি ২৭, ২০২৬)
