রাজবাড়ী- ২
জোটে থেকেও যে কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করেনি খেলাফত মজলিসের প্রার্থী
রাজবাড়ী প্রতিনিধি : এগারো দলীয় জোটে থেকেও রাজবাড়ী- ২ আসনের খেলাফত মজলিস থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী মিনহাজুল আলম মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় নানা গুঞ্জন শুরু হয়েছে। এরই মধ্যে কাজী মিনহাজুল আলম সাংবাদিকদের জানিয়েছেন খেলাফত মজলিস এগারো দলীয় জোটের শরিকদল হলেও কয়েকটি আসন উন্মুক্ত করে রেখেছে।
এর মধ্যে রাজবাড়ী- ২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসন অন্যতম। জোট থেকে এই আসনে মনোনীত জাতীয় নাগরিক পার্টির প্রার্থী জামিল হিযাজী (শাপলা কলি) এর জনসমর্থন ও কার্যবিধি পর্যালোচনা করা হচ্ছে। আগামী ১ ডিসেম্বরের পর এই আসনে জোটের একক প্রার্থী নির্ধারণ করা হবে।
যেহেতু এগারো দলীয় জোটের অন্যতম দল জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো: হারুন অর রশীদ (দাড়িপাল্লা) তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই আসনে আমি ছাড়া এগারো দলীয় জোটের প্রার্থী নেই। সঙ্গত কারণেই আমি এখনও আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করি নাই।
তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রার্থী জামিল হিযাজীর বিগত দিনের কার্যকলাপ ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের স্ট্যাটাস নিয়ে জনমনে সমালোচনার জন্ম দিয়েছে। রাজবাড়ী- ২ আসনের ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফলে এই আসনে এগারো দলীয় জোটের ভোটারও সমর্থকরা আমাকে মনোনয়নপত্র প্রত্যাহার না করার জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, এগারো দলীয় জোট থেকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী জামিল হিযাজী কে রাজবাড়ী- ২ আসনে মনোনীত করা হয়েছে। জামিল হিজাযী প্রথম বারের মতো গত সোমবার (২৬ জানুয়ারি) বালিয়াকান্দি উপজেলায় নির্বাচনী প্রচারণা চালায়। অন্যদিকে এগারো দলীয় জোটের শরিকদল খেলাফত মজলিস মনোনীত প্রার্থী কাজী মিনহাজুল আলম তার কর্মী সমর্থকদের নিয়ে প্রতিনিয়ত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
(একে/এসপি/জানুয়ারি ২৭, ২০২৬)
