গোপালগঞ্জ জেলা কারাগারে পোষ্টাল ব্যালটে ভোট দেবে ৩৩ জন
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা কারাগারে পোষ্টাল ব্যালটে ভোট দেবেন ৩৩ জন কয়েদি। পোষ্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য মাত্র ৩৩ জন কয়েদি রেজিষ্ট্রেশন করেন।
রেজিষ্ট্রেশনের শেষ সময় পর্যন্ত কারাগরে মোট ৭২৪ জন কয়েদি ছিলেন। এরমধ্যে ২২ জন নারী কয়েদি বাকিরা সব পুরুষ কয়েদি। ২২ জন নারী কয়েদির মধ্যে ৫ জন রেজিষ্ট্রেশন করেছেন।
গোপালগঞ্জ জেলা কারাগারের তত্বাবধায়ক শওকত হোসেন মিয়া জানান, ৭২৪ জন কয়েদির মধ্যে ২৮ জন পুরুষ ৫ জন নারী কয়েদি পোষ্টাল ব্যালটে ভোট প্রদান করার জন্য রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন।এদের সকলের বাড়ি গোপালগঞ্জ জেলায়। এখন পর্যন্ত পোষ্টাল ব্যালট পাইনি। আমরা কারাগারের ভিতরে ভোট প্রদান করার জন্য দুইটি গোপন বুথ বানাবো।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান সাংবাদিকদেরকে জানান, জেলায় মোট ৯ হাজার ৯৯৮ জন ভোটার পোষ্টাল ভোট দেয়ার আবেদন করেছেন। এর মধ্যে কয়েদি রয়েছে ৩৩ জন।
(টিবি/এসপি/জানুয়ারি ২৭, ২০২৬)
