সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান। সেই সাথে অর্ধশত কর্মীসহ বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

আজ মঙ্গলবার বিকালে সালথা উপজেলা গট্টি ইউনিয়নের ঠেনঠেনিয়া বাজারে বিএনপির নির্বাচনী অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এই নেতা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মজিবুর রহমান জানান, আওয়ামী লীগে আমার যে পদ ছিলো আজ থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে আওয়ামী লীগের কোন কর্মকান্ডে জড়িত থাকবো না। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় আদর্শ ধারন করে পথ চলবো।

তিনি আরো জানান, পূর্বে আমি বিএনপির রাজনীতি করতাম আওয়ামী লীগের শাসনকালে চাপে পড়ে তাদের দলে অন্তর্ভুক্ত হয়েছিলাম। তাই আজ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে একাত্ততা প্রকাশ করে বিএনপিতে যোগদান করলাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গট্টি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সোবহান মোল্লা, বিএনপি নেতা পাভেল রায়হান, গট্টি ইউনিয়ন কৃষকদলের সভাপতি তৌহিদ খান, বিএনপি নেতা ওহাব খান, সেকেন মোল্লা, রোকন মাতুব্বর, সাইফুল খানসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(এএন/এসপি/জানুয়ারি ২৭, ২০২৬)