কাপ্তাই বিএসপিআই জব ফেয়ারে অংশ নিল ২০টি খ্যাতনামা প্রতিষ্ঠান
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের অন্যতম কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই)-তে উৎসবমুখর পরিবেশে ‘সেমিনার ও জব ফেয়ার- ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানের সিভিল (উড) ডিপার্টমেন্টের শ্রেণীকক্ষে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএসপিআই-এর অধ্যক্ষ রুপক কান্তি বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েল আপ টেকনোলজির চীফ কোর্স কো-অর্ডিনেটর এবং কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম (বাপ্পী)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অটোমোবাইল ডিপার্টমেন্টের চীফ ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ। কম্পিউটার ডিপার্টমেন্টের চীফ ইন্সট্রাক্টর মোঃ তারেকুল ইসলাম এর সঞ্চালনায় সভায় শিক্ষক, শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এবারের জব ফেয়ারে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মোট ২০টি শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো তাদের জন্য নির্ধারিত স্টলে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির সুযোগ প্রদানের লক্ষ্যে জীবনবৃত্তান্ত (CV) সংগ্রহ করেন।
বিএসপিআই-এর অধ্যক্ষ জানান, “কারিগরি শিক্ষা শেষে শিক্ষার্থীদের কর্মসংস্থানের পথ সুগম করতেই এই আয়োজন। চাকুরিপ্রত্যাশীরা যাতে সহজেই সরাসরি কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করতে পারে এবং তাদের যোগ্যতা অনুযায়ী সিভি জমা দিতে পারে, আমরা সেই ব্যবস্থা নিশ্চিত করেছি।”
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন উদ্যোগের প্রশংসা করেন। তারা মনে করেন, একই ছাতার নিচে এতগুলো প্রতিষ্ঠানের উপস্থিতি তাদের ক্যারিয়ার গঠনে দারুণ ভূমিকা রাখবে।
(আরএম/এসপি/জানুয়ারি ২৭, ২০২৬)
