নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : গৌরীপুর উপজেলায় সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী একজন বেকারী ব্যবসায়ী অভিযোগ করেছেন, একটি প্রতারক চক্র নিজেদের ম্যাজিস্ট্রেট, ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে তার কাছ থেকে একাধিকবার টাকা হাতিয়ে নিয়েছে।

ভুক্তভোগী মোঃ সাজু মিয়া (পিতা মৃত ফজর আলী), ফতেহপুর ডকঘর, রামগোপালপুর এলাকার বাসিন্দা। তিনি বাড়ির সংলগ্ন একটি বেকারী দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তিনজন ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর ভয় দেখায় এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির হুমকি দেয়। পরে সাংবাদিক পরিচয়ধারী একজন ব্যক্তি ম্যাজিস্ট্রেট ও ডিবি পুলিশের নাম ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তার কাছ থেকে ১২ হাজার টাকা আদায় করে নেয়। একই সঙ্গে ভবিষ্যতে ব্যবসা চালাতে হলে নিয়মিত মাসিক টাকা দিতে হবে বলেও হুমকি দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে ওই চক্রের দুইজন পুনরায় বেকারী দোকানে এসে আবারও ১২ হাজার টাকা দাবি করে। সে সময় টাকা না থাকায় পাশের বাড়ি থেকে ধার করে ১ হাজার ৫০০ টাকা এনে তাদের হাতে তুলে দিতে বাধ্য হন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

পরবর্তীতে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে ভুক্তভোগী জানতে পারেন, ম্যাজিস্ট্রেট পরিচয়ধারী ব্যক্তির নাম হুমায়ুন কবির, যিনি একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক এবং গৌরীপুর প্রেস ক্লাবের সদস্য সচিব ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সিনিয়র সহ-সভাপতি। অপরদিকে সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তির নাম মাহফুজুর রহমান, যিনি গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সদস্য বলে জানা গেছে।

এ বিষয়ে ভুক্তভোগী বলেন, “সাংবাদিকতার মতো সম্মানজনক পেশার নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা ও চাঁদাবাজি অত্যন্ত দুঃখজনক। এতে সাধারণ মানুষের মধ্যে সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।”

তিনি সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে টাকা উদ্ধারসহ সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহলের দাবি, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা বন্ধ হবে।

(এনআরকে/এসপি/জানুয়ারি ২৭, ২০২৬)