নড়াইল-২ আসনে দলীয় নেতাদের বহিষ্কার আদেশের প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী মনিরুলের গণসমাবেশ ও মিছিল
রূপক মুখার্জি, নড়াইল : দলীয় নেতাদের বহিষ্কার আদেশের প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে ঐতিহ্যবাহী মোল্যার মাঠে সদ্য বহিস্কৃত লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো: আহাদুজ্জামান বাটু'র সভাপতিত্বে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নড়াইল জেলা বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম।
গণসমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদ্য বহিস্কৃত নড়াইল সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক মিলন ঘোষ, মহিলা দল নেত্রী খালেদা জামানসহ প্রমুখ।
সমাবেশে বক্তরা আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামকে কলস প্রতীককে বিজয়ী করে এই বহিষ্কারাদেশের জবাব দেওয়া হবে।
পরে কলস প্রতীকে ভোট চেয়ে একটি বিশাল গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপাশা চৌরাস্তায় এসে শেষ হয়।
উল্লেখ্য, নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামকে সমর্থন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় নড়াইল ও লোহাগড়া উপজেলা বিএনপির ৬ জন নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
(আরএম/এএস/জানুয়ারি ২৮, ২০২৬)
