চাটমোহর প্রতিনিধি : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার চাটমোহরে চার বিএনপি নেতাকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। 

চাটমোহর উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব এইচ ইসলাম হীরা, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাজুল, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু ও চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে এই বহিষ্কার আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, বহিষ্কৃত নেতারা জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাসান জাফির তুহিনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় প্রার্থীর দাবিতে মশাল মিছিলসহ আন্দোলন সংগ্রাম করছিল। বর্তমানে তারা বিদ্রোহী প্রার্থী সদ্য বহিষ্কৃত কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলামের (ঘোড়া) পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

(এসএইচ/এসপি/জানুয়ারি ২৮, ২০২৬)