আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ও তার ভাই সলিল গুহ পিন্টুকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে গৌরনদী অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। অভিযানে তিনটি ককটেল, দেশীয় অস্র, দেশি-বিদেশি মদ ও চেক বই দেখানো হয়েছে।

তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন-গৃহস্থলি কাজে ব্যবহাত দা-ছুড়ি এবং কয়েকটি চেক বই ছাড়া প্রথমত বাসায় তারা কিছুই পায়নি। এরপর ককটেল, মদের বোতল কোথা থেকে এসেছে তা আমরা জানিনা। অপরদিকে জনপ্রিয় ইউপি চেয়ারম্যান পিকলু ও তার ভাইকে আটকের বিষয়টি এলাকায় ছড়িয়ে পরার পর স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-আটককৃতরা থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

(টিবি/এসপি/জানুয়ারি ২৮, ২০২৬)