সালথা প্রতিনিধি : নানা আয়োজনে ফরিদপুরের সালথায় জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস' এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে একটি র‌্যালি বের করে সালথা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে সালথা প্রেসক্লাবে কেক কাটার মধ্যদিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা থানার ওসি মোঃ বাবলুর রহমান খান, সালথা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেলিম মোল্যা, বর্তমান সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইমলাম।

চ্যানেল এস'র সালথা উপজেলা প্রতিনিধি আবু নাসের হুসাইনের আয়োজনে ও যায়যায় দিনের প্রতিনিধি এম কিউ হোসাইন বুলবুলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মুজিবুর রহমান, মনির মোল্যা,
সালথা প্রেসক্লাবের সহসভাপতি আজিজুর রহমান, মিঞা লিয়াকত হোসাইন, অর্থ সম্পাদক মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ লাভলু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকাশ সাহা, সাহিত্য ও পাঠাগার সম্পাদক নিজাম তালুকদার, সাংবাদিক শরিফুল হাসান, সাইফুল ইসলাম মারুফ, বিধান মন্ডল প্রমূখ।

আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় গান পরিবেশন করেন সালথা লালন নবধারা সঙ্গীত একাডেমীর সভাপতি, গীতিকার ও সুরকার বাবু বলরাম সরকার, শিল্পী সাইফুল ইসলাম ও লালন নবধারা সঙ্গীত একাডেমীর সাধারণ সম্পাদক প্রল্লাদ কুমার শীল।

(এএন/এসপি/জানুয়ারি ২৮, ২০২৬)