তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলায় এলাকার ত্রাস অন্তর মোল্লাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এ খবরে ভুক্তভোগী ব্যবসায়ীরা মিষ্টি বিতরণ করেছেন। এতে এলাকায় আনন্দের বন্যা বইছে। 

আজ বুধবার সকালে গোপালগঞ্জ থানার বৌলতলী তদন্তকেন্দ্রের পুলিশ তাকে সদর উপজেলার উলপুর ইউনিয়নের রাউতখামার গ্রাম থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্তর মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার রাউতখামার গ্রামের মিজান মোল্লার ছেলে। বৌলতলী পুরিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোল্লা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৫ আগস্টের পরে অন্তর মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাজারের ব্যবসায়ী ও আশপাশ এলাকার বাসিন্দাদের অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজী করে এলাকার মানুষকে অতিষ্ট করে তুলেছেন। এ কারনে অন্তর মোল্লার গ্রেফতারে উলপুর বাজারের ব্যবসায়ীরা এলাকায় মিষ্টি বিতরণ করেছেন।

উলপুর বাজারের ব্যবসায়ীরা জানায়, অন্তর মোল্লার চাঁদাবাজি, অত্যাচার, নির্যাতনে সাধারণ মানুষ আতঙ্কে থাকত। তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারেনি। কয়েকদিন আগে ওই চাঁদাবাজ এক সতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলা করে। পরে কর্মীদের উলপুর বাজারে আটকে মারপিট. গাড়ি ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেয়।

গোপালগঞ্জ থানার এস,আই আবুল কালাম বলেছেন, গ্রেফতারকৃত অন্তর মোল্লা গোপালগঞ্জ থানা ও ঢাকার যাত্রাবাড়ি থানার একধিক মামলার আসামি। তাকে ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সভাস্থলে হামলার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(টিবি/এসপি/জানুয়ারি ২৮, ২০২৬)