দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ আজ বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো:হেলাল উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃমাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার ও গবেষক রহিম আব্দুর রহিম। দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সাড়ম্বর অনুষ্ঠানটির সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের সহশিক্ষা কমিটির আহবায়ক ও ইংরেজি বিষয়ক ইন্সট্রাক্টর মোঃ রাফিউদ্দারাজাত। সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী রাফিয়া সোলতানা ও সেতু মনি।
(আরআর/এসপি/জানুয়ারি ২৮, ২০২৬)
