স্টাফ রিপোর্টার : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ৫ আগস্টের আগের ২ লক্ষ কোটি টাকার বিদেশী ঋণকে ২৩ লক্ষ কোটি টাকার ঋণে পৌছে ইউনূস সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন। শপথ নেয়ার ১ মাসের মধ্যেই সংস্কারের রাস্তা থেকে সরে গেছে সরকার। তারা বন্দর চুক্তির পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা-অর্থনৈতিক মুক্তির পথ তৈরি না করে একের পর এক দেশ ও জনবিরোধী বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। শুধু এখানেই শেষ নয়; গত ১৮ মাসে সংস্কারের মূলা ঝুলিয়ে ২৩ লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে দেশের ভবিষ্যৎ অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।

আজ বুধবার সকালে তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ‘দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে ব্যর্থ সরকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি সারাদেশে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, চাঁদাবাজী বাড়ছে, নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিশীলতা বাড়ছে আর সরকার সম্পূর্ণ ব্যর্থতার পচিয় দিচ্ছে।

মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক আল আমিন বৈরাগী, সদস্য আফতাব মন্ডল, হুমায়ুন কবির জীবন, হাশেম আলী মোল্লা, সৈয়দ আহমেদ ফারুক সহ জাতীয় ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ এসময় আরো বলেন, সরকারের বাণিজ্য উপদেষ্টা, কৃষি, শিল্প, অর্থ বা খাদ্য উপদেষ্টা সম্পূর্ণ নিজস্ব স্বার্থ রক্ষায় ব্যস্ত। নিজেদের চেয়ারের লোভে তারা লুটতরাজকে পৃষ্টপোষকতা দেয়ায় আজ বিদেশী ঋণ যেমন বেড়েছে, তেমনই বেড়েছে দেশী ঋণ। এই ঋণের সুযোগে কমেছে ৪৬ ভাগ টাকার মান। অথচ সরকার হাঁটছে নতুন নতুন ফন্দীর দিকে, যাতে তারা ক্ষমতায় থাকতে পারে।

(পিআর/এসপি/জানুয়ারি ২৮, ২০২৬)