লৌহজংয়ে নির্বাচন কর্মকর্তাদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে আজ বুধবার বিকাল পর্যন্ত এ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়।
প্রশিক্ষণে মোট ৪৩৪ জন নির্বাচন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫৮ জন প্রিজাইডিং অফিসার এবং ৩৭৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ছিল।। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৭১৬ জন পোলিং এজেন্ট প্রশিক্ষণে অংশ নেন।
লৌহজং উপজেলার ১০টি ইউনিয়নের অধীনে মোট ৫৫টি ভোটকেন্দ্রের ৩৫৮টি কক্ষকে কেন্দ্র করে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফারজানা ববি মিতু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুম এবং সহকারী নির্বাচন অফিসার মোহাম্মদ জুয়েল।
প্রশিক্ষণে ভোটগ্রহণের আইনগত দিক, ব্যালট ব্যবস্থাপনা, কেন্দ্র পরিচালনা, নিরাপত্তা ও স্বচ্ছভাবে নির্বাচন সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে কর্মকর্তারা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
(এমকে/এসপি/জানুয়ারি ২৮, ২০২৬)
