নড়াইলের বিশিষ্ট সমাজসেবক জয় গোপাল দেওয়ানের মৃত্যুতে শোকের ছায়া
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া শহরের ছাতড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা জয়গোপাল দেওয়ান মারা গেছেন।
গতকাল বুধবার দুপুরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান, তিন পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার রাতে লোহাগড়ার জয়পুর পরশমনি মহাশ্মশানে প্রয়াত জয়গোপাল দেওয়ানের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শেষকৃত্যানুষ্ঠানের আগে লোহাগড়ার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়াত জয়গোপাল দেওয়ানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
(আরএম/এসপি/জানুয়ারি ২৯, ২০২৬)
