আমিনুল ইসলাম, শ্রীনগর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শ্রীনগর বাজারে গণসংযোগ করেছেন।

আজ বৃহস্পতিবার তার নির্বাচনী গণসংযোগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে শ্রীনগর সদর বাজারে গণসংযোগ শেষে শ্রীনগর প্লাজার সামনে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মমিন আলী। তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছিলেন। গত ২০ জানুয়ারী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে তাকে জেলা বিএনপির সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।

পথ সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো: আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, বিএনপি নেতা মির্জা ইমরান হোসেন সবুজ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন প্রমুখ।

(এআই/এসপি/জানুয়ারি ২৯, ২০২৬)