বিকাশ স্বর্ণকার, সোনাতলা : সাহস ও নিরপেক্ষতার সহিত প্রিজাইডিং অফিসারদের কাজ করতে বললেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। তবে এর ব্যত্যয় ঘটলেই শাস্তির আওতায় আনা হবে।মনে রাখবেন ভোটের দিন চোখ কান খোলা রেখে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রে বয়স্ক প্রতিবন্ধী ও অন্ধদের ক্ষেত্রে পরিবারের সদস্যরা ছাড়া অন্য কেউ যেন গোপন কক্ষে না প্রবেশ করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। কোন প্রার্থীর দেয়া কোন ধরনের খাবার খেলেন তো মনে করবেন বিশ খেলেন। ভোটকক্ষে অযথা ভির করতে দেবেন না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে বগুড়া সোনাতলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক এর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সংলগ্ন হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালায় জেলা পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন (পিপিএম) থানা প্রসাশনকে নির্দেশ দিয়ে বলেন আইনশৃঙ্খলা রক্ষার্থে আপনাদের কাজ করতে হবে।কোনভাবেই যেন আইনশৃঙ্খলার বিঘ্ন না ঘটে সেদিকটা খেয়াল রাখবেন।

উপস্থিত সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বডি ক্যামেরাযুক্ত আমাদের পুলিশ সদস্য ছাড়াও র‍্যাব সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য দিনভর মাঠে থাকবেন। তবে কেউ যদি ফেসবুকে অযথা নির্বাচন নিয়ে গুজব ছড়ায় তাহলে তার বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেব।

তিনি আরো বলেন, জাতির কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এটা আমাদের ঈমানী দায়িত্ব আমরা জাতিকে সুন্দর একটি নির্বাচন উপহার দেবো।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, নাজির আখতার কলেজের সহকারী অধ্যাপক মোজাফফর হোসেন সহ অনেকের প্রশ্নে সাবলীল ভাষায় সেগুলো বুঝিয়ে দেন ডিসি।

এসময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ ফজলুল করিম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোছাঃ আছিয়া খাতুন, সোনাতলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন, উপজেলা নির্বাচন অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রেফাউল আজম প্রমুখ।

(বিএস/এসপি/জানুয়ারি ২৯, ২০২৬)