ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদী–আটঘরিয়া (পাবনা- ৪) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, “তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিন।”

আজ বৃহস্পতিবার ঈশ্বরদীর পিয়ারাখালি এলাকায় নির্বাচনী প্রচারণার সূচনাকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন। দলের নেতাকর্মীদের মধ্যে যদি কোনো মনোমালিন্য বা দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, তবে দলের বৃহত্তর স্বার্থে তা ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। দল কারও ব্যক্তিগত সম্পদ নয় বলেও মন্তব্য করেন তিনি।

হাবিবুর রহমান হাবিব আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা ধানের শীষের বাইরে ছিলেন, তাদের অনেকেই ইতোমধ্যে ভুল বুঝতে পেরে নিজ নিজ অবস্থানে ফিরে এসেছেন এবং এখন সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।

এদিন তিনি ঈশ্বরদী পৌর এলাকায় ধানের শীষ প্রতীকের একাধিক নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন করেন এবং দিনব্যাপী ভোটারদের মাঝে ধানের শীষ সম্বলিত লিফলেট বিতরণ করেন। লিফলেট ভোটারদের হাতে তুলে দিয়ে তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

বক্তব্যে তিনি বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন। এই ধানের শীষ আপনাদের—জনগণের।” তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জনগণ অবাধ ও সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। “দিনের ভোট রাতে হয়েছে,”—এমন অভিযোগ তুলে তিনি বলেন, এবার জনগণ শান্তিপূর্ণভাবে নিজেদের ভোট ধানের শীষে দিতে পারবে।

তিনি সবাইকে পারস্পরিক ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে। তার বিশ্বাস, যারা এখনো ধানের শীষের বাইরে রয়েছেন, তারাও শিগগিরই নির্বাচনী প্রচারণায় যুক্ত হবেন।

তিনি আরও বলেন, “সারা বাংলাদেশে এখন ধানের শীষের জোয়ার বইছে। এই জোয়ার ধরে রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি পুনরুদ্ধার করুন এবং তা তারেক রহমানকে উপহার দিন।”

প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান বাবলু, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহসান হাবিব, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, বিএনপি নেতা তুহিন চৌধুরী, হাসিবুর রহমান হাক্কে মন্ডল, আব্দুর রাজ্জাক ফিরোজ, আব্দুল্লাহ ওমর খান সুমার, আতাউর রহমান পাতা, আবুল কালাম আজাদ, মোয়াজ্জেম হোসেন, দুলাল মন্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামাণিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের প্রতীক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন, সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, ছাত্রদল নেতা বিকি আগারওয়াল, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, খোরশেদ আলম দিপু, সাইফ হাসান সেলিম, এনামুল হক বাবু, রাকিবুল হাসান আলম, আকরাম রায়হান বাবু, মীর তুহীন, সাবেক ছাত্রদল নেতা যুবায়ের হোসেন বাপ্পি, আউয়াল কবির, পবনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

(এসকেকে/এসপি/জানুয়ারি ২৯, ২০২৬)