রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে কাজ করছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)। সাতক্ষীরা- ৪  (শ্যামনগর) আসনে ০৭ প্লাটুন বিজিবি সদস্য মাঠে নামছে। তারা নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবেন। আজ বৃহস্পতিবার দুপুরে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)’র প্রধান কার্যালয়ে গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব এ তথ্য জানান।

এতে জানানো হয়, যশোর দক্ষিণ পশ্চিম রিজিয়নের আওতাধীন নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন কর্তৃক নিজ দায়িত্বপূর্ণ এলাকায় তথা সাতক্ষীরা, বাগেরহাট এবং ঝালকাঠি জেলার ১৬টি উপজেলা এবং ০৯টি সংসদীয় আসনে প্রায় ৩০ প্লাটুন জনবল মোতায়েন করবে। উপজেলা ভেদে সর্বোচ্চ ০৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। সীমান্ত দিয়ে অবৈধ পারাপার, অস্ত্র-গোলাবারুদের অনুপ্রবেশ রোধ এবং যেকোন নাশকতা রোধে চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে নিয়মিত তল্লাশী কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচনী এলাকায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর ২০ টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।

এছাড়াও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে মাধ্যমে আসন্ন নির্বাচন প্রক্রিয়া অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করা হবে। ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য প্রেরণামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে, যাতে অধিক ভোটারের অংশগ্রহণ নিশ্চিত হয়।

লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজীব জানান, নির্বাচনকালীন যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত রাখা হয়েছে। যারা মুহূর্তের মধ্যেই যেকোন ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম। ১৭ বিজিবি সীমান্তবর্তী ৩টি উপজেলার সর্বমোট ১৬০ কিঃ মিঃ সীমান্তকে সম্পূর্ণ সুরক্ষিত রেখেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে।

(আরকে/এসপি/জানুয়ারি ২৯, ২০২৬)