নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ এবং সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইকবাল হাসান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মন্টু সহ অন্যান্য সংবাদকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(পিবি/এসপি/জানুয়ারি ২৯, ২০২৬)