১২ হাজার বাসিন্দার জন্য দুবাইয়ে এমিরেটসের মেগা কেবিন ক্রু পল্লি
বিশেষ প্রতিনিধি : দুবাই ইনভেস্টমেন্টস পার্ক (ডিআইপি)-এর সঙ্গে সম্পাদিত একটি চুক্তির অধীনে এমিরেটস এয়ারলাইন তাদের কেবিন ক্রুদের জন্য নতুন আবাসিক প্রকল্প নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। মাল্টি বিলিয়ন দিরহাম ব্যয়ে নির্মিতব্য এই কেবিন ক্রু পল্লিতে সর্বোচ্চ ১২ হাজার কেবিন ক্রু সদস্য বসবাস করতে পারবেন। এমিরেটসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে নির্মাণকাজ শুরু হবে এবং প্রথম ধাপ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৯ সালে। প্রকল্পে প্রতিটি ১৯ তলা বিশিষ্ট ২০টি আধুনিক আবাসিক ভবন নির্মিত হবে । ভবনগুলোতে এক, দুই ও তিন কক্ষের অ্যাপার্টমেন্ট থাকবে।
কেবিন ক্রু ভিলেজে দোকান, রেস্তোরাঁ, ফিটনেস সুবিধা, স্বাস্থ্যসেবা কেন্দ্র, পার্ক ও উন্মুক্ত স্থানসহ নানা আধুনিক সুবিধা থাকবে। হাঁটার পথ, সুইমিং পুল ও সবুজ পরিবেশ বাসিন্দাদের সক্রিয় জীবনযাত্রা নিশ্চিত করবে।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (ডিএক্সবি) ও দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল (ডিডব্লিউসি)-এর মাঝামাঝি কৌশলগত অবস্থানে অবস্থিত এই প্রকল্প আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে নিজস্ব হাব স্থানান্তরে এমিরেটসের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রস্তুতির অংশ। এমিরেটসের কর্মীদের উন্নত জীবনমান নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন এই প্রকল্প।
(এসকেকে/এসপি/জানুয়ারি ৩০, ২০২৬)
