কেপিএম চালু ও বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি আবু বকর সিদ্দিকের
রিপন মারমা, রাঙ্গামাটি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ২৯৯ নম্বর রাঙ্গামাটি আসনে বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ আবু বকর সিদ্দিকের সমর্থনে কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকেই উপজেলার কেপিএম এলাকা, কলাবাগান, সিনেমা হল, রেশম বাগান ও সেগুন বাগানসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ‘রিকশা’ প্রতীকের পক্ষে প্রচারণায় নামেন প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকরা।
সকাল থেকে আলহাজ্ব মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক নিজে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং রিক্সা প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন। গণসংযোগটি এক পর্যায়ে বিশাল মিছিলে রূপ নেয়, যা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিভিন্ন মোড়ে পথসভায় মিলিত হয়।
দুর্নীতির বিরুদ্ধে আপসহীন সংগ্রামের অঙ্গীকার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আবু বকর সিদ্দিক বলেন, "আমরা রাঙ্গামাটি কাপ্তাইয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি। আমাদের মূল অঙ্গীকার হলো প্রতিটি নাগরিকের জন্য সমান শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বন্ধ হয়ে যাওয়া কেপিএম ও কেআরসি সম্পূর্ণরূপে চালু করে পাহাড়ি তরুণদের বেকারত্ব দূর করা হবে। উন্নয়নের নামে চলা লুণ্ঠন বন্ধ করে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাঙ্গামাটি গড়ে তোলা হবে।"
সংহতি ও ঐক্য প্রচারণা চলাকালীন খেলাফত মজলিস প্রার্থীর সাথে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমির মোঃ হারুনুর রশিদ এবং চন্দ্রঘোনা থানা জামায়াতে ইসলামী আমির মাওলানা লোকমান হোসাইন প্রমূখ।
বক্তারা আগামী নির্বাচনে ১০ দলীয় ঐক্য সমর্থিত রিক্সা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, একটি বৈষম্যহীন, কল্যাণমূলক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গড়তে হলে তারুণ্যের প্রথম ভোট হওয়া উচিত সত্য ও ন্যায়ের পক্ষে।গণসংযোগে বাংলাদেশ খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নেন।
(আরএম/এসপি/জানুয়ারি ৩০, ২০২৬)
