নিজের পেটে নিজেই ছুরি মেরে আত্মহত্যা করলেন যুবক
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় নিজের পেটে নিজেই ছুরি মেরে আত্মহত্যা করেছেন মো. জুবায়ের ব্যাপারী (৩০) নামে এক যুবক। আজ শুক্রবার সকালের দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত জুবায়ের ব্যাপারী সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের আক্কাস ব্যাপারীর ছেলে। তিনি নানা রোগ আর মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে দাবি করেছেন তার পরিবার।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্র জানা গেছে, জুবায়ের কথা বলতে পারতেন না। মৃগী রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন। নানা রোগের কারণে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। যে কারণে মাঝে মাঝেই নিজের শরীরে নিজেই আঘাত করতেন।
নিহতের বাবা আক্কাস ব্যাপারী বলেন, আমার ছেলে নানা রোগে আক্রান্ত ছিল। সম্প্রতি তার পেট ফুলে গিয়েছিল। পেটে যন্ত্রণা করতো। আমাদের ধারনা, পেটের যন্ত্রণা সইতে না পেরে নিজের পেটে নিজেই ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করে জুবায়ের।।
মুরাদ হোসেন নামে পুটিয়া বাজারের এক দোকানদার বলেন, আমি দোকানের বেচা-কেনা নিয়ে ব্যস্ত ছিলাম। এ সময় জুবায়ের দোকানে থাকা পেঁয়াজ-মরিচ কাটার একটি ছুরি নিয়ে নিজের পেটে নিজেই ঢুকিয়ে দেয়। পরে তার বাবা এসে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিল ও অসুস্থ ছিল। সকালে ছুরি দিয়ে তিনি নিজের পেটে নিজেই আঘাত করেন। এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এএন/এসপি/জানুয়ারি ৩০, ২০২৬)
