রিপন মারমা, রাঙ্গামাটি : পারলৌকিক শান্তি এবং জগতের সকল জীবের মঙ্গল কামনায় কাপ্তাইয়ে চন্দ্রঘোনা রেশম বাগান তঞ্চঙ্গ্যা পাড়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সংঘদান ও অষ্টপরিষ্কার দান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে পশু চিকিৎসক মনোরঞ্জন তঞ্চঙ্গ্যার নিজ বাসভবনে ব্যক্তিগত উদ্যোগে ও পরিবারবর্গের সহযোগিতায় এই পুণ্যময় দানানুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত স্বর্গীয় মাতা-পিতা এবং প্রয়াত জ্ঞাতিগণের আত্মার সদ্গতি কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্বত্য ভিক্ষু সংঘের শ্রদ্ধেয় ভিক্ষু মন্ডলীকে সংঘদান ও অষ্টপরিষ্কার দান। উপস্থিত ভিক্ষুগণ বুদ্ধের বাণী প্রচার করেন এবং দানধর্মের গুরুত্ব ব্যাখ্যা করে হিতোপদেশ প্রদান করেন। প্রয়াতদের আত্মার শান্তি এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও পঞ্চশীল গ্রহণ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজক পশু চিকিৎসক মনোরঞ্জন তঞ্চঙ্গ্যা বলেন, "আমার স্বর্গীয় মাতা-পিতা ও প্রয়াত আত্মীয়-স্বজনদের আত্মার শান্তি এবং সকল মানুষের মঙ্গল প্রত্যাশায় এই ক্ষুদ্র আয়োজন। বুদ্ধের শিক্ষা অনুযায়ী দান মানুষের মনকে পরিশুদ্ধ করে এবং সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।"

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার ইচ্ছা পোষণ করেন তিনি।

অনুষ্ঠানটি অত্যন্ত শান্ত ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়। এতে স্থানীয় আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে পশু চিকিৎসক মনোরঞ্জন তঞ্চঙ্গ্যা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

(আরএম/এসপি/জানুয়ারি ৩০, ২০২৬)