মুন্সিগঞ্জ- ১ আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ'র গণসংযোগ
আমিনুল ইসলাম, শ্রীনগর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে মুন্সিগঞ্জ- ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনসংযোগ ও নির্বাচনী জনসভা করেছেন।
আজ শুক্রবার দুপুরে উপজেলা মত্তগ্রাম গ্রামে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো: আব্দুল্লাহ।
শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো: ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ ওবায়দুল ইসলাম ইয়ামিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: আমিন রহমান, শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: এমএ কাইয়ুম রতন, শ্রীনগর উপজেলা বিএনপির সহ - সভাপতি এস এম আওলাদ হোসেন, সরকারি শ্রীনগর কলেজের সাবেক ভিপি মো: শহিদুল ইসলাম মিল্টন, মুন্সিগঞ্জ জেলা প্রজন্ম দলের সভাপতি মাইনুল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ।
(এআই/এসপি/জানুয়ারি ৩০, ২০২৬)
