বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটারের সংখ্যা
স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বোর্ড সূত্রে জানা গেছে, আসন্ন বছরে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা বাড়ানো হচ্ছে।
গত বছর যেখানে ২২ জন ক্রিকেটার চুক্তির আওতায় ছিলেন, এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ২৭ জন।
বিসিবি সূত্র জানায়, নতুন কেন্দ্রীয় চুক্তি কার্যকর হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এবং চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বাড়তি ক্রিকেটার অন্তর্ভুক্ত হওয়ায় কয়েকজন খেলোয়াড় প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে যাচ্ছেন। সম্ভাব্য নতুন মুখদের মধ্যে রয়েছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।
তবে ক্রিকেটারের সংখ্যা বাড়লেও বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আসছে না। গেল বছর যে বেতন নির্ধারণ করা হয়েছিল, ২০২৬ সালেও সেটিই বহাল থাকবে।
অর্থাৎ নতুন ও পুরনো সব ক্রিকেটারই আগের নির্ধারিত বেতন অনুযায়ী চুক্তিবদ্ধ হবেন।
এবারের চুক্তিতে ফরম্যাটভিত্তিক কিছু পরিবর্তনও আসতে পারে। সব ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না পেসার তাসকিন আহমেদ। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সব ফরম্যাটের চুক্তিতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।
গেল বছরের মতো এবারও কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকছেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।
বিসিবির এই উদ্যোগের মূল লক্ষ্য জাতীয় দলের স্কোয়াডের গভীরতা বাড়ানো এবং আরও বেশি ক্রিকেটারকে নিয়মিত আর্থিক নিরাপত্তার আওতায় আনা। বোর্ড কর্মকর্তাদের আশা, এতে ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে এবং জাতীয় দলের জন্য বিকল্প খেলোয়াড় গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।
সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই বিসিবি ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।
(ওএস/এএস/জানুয়ারি ৩১, ২০২৬)
