‘সমস্যা যত গভীর হয়, সমাধান তত কাছে আসে’
স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, চাষাঢ়ায় ওভারপাস ও আন্ডারপাস এখন অত্যন্ত জরুরি। বিশেষ করে এক নম্বর ও দুই নম্বর রেলগেট এলাকায় এসব অবকাঠামো না হলে জনগণের দুর্ভোগ কমানো সম্ভব নয়। শহরের ভেতরে বিকল্প সড়ক না থাকায় জনসাধারণকে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। পাশাপাশি সাইনবোর্ড থেকে বাপ্পী সরণি পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণ করা গেলে যানজট নিরসনে স্থায়ী সমাধান আসবে।
শনিবার (৩১ জানুয়ারি) শহরের শিল্পকলা একাডেমিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অ্যাডভোকেট আবুল কালাম বলেন, সমস্যা যত গভীর হয়, সমাধান তত কাছে আসে। সমস্যা না থাকলে সমাধানের উৎস কোথা থেকে আসবে। মানুষ ভালো হলে দেশও সুন্দর হয়।
আমি আপনাদের পূর্বপরিচিত একজন মানুষ। আমি দেখছি, সমস্যাগুলো সমাধানের জন্য মানুষের মধ্যে হাহাকার চলছে। বিগত সময়ে যারা সরকারে ছিল, তারা ব্যর্থ হয়েছে। এ কারণে নাগরিকদের আমাদের ওপর প্রত্যাশা অনেক বেশি।
তিনি বলেন, সিটি করপোরেশনকে শক্তিশালী করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দিতে হবে। নারায়ণগঞ্জ কলেজ হাজী জালাল করে গিয়েছেন। কিন্তু হৃদরোগের চিকিৎসার জন্য এখনো আমাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। নারায়ণগঞ্জে একটি হার্ট হাসপাতাল ও একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রয়োজন।
শীতলক্ষ্যা নদী রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এই নদীকে ঘিরেই আমাদের শহর গড়ে উঠেছে। শীতলক্ষ্যাকে রক্ষা করা আমাদের দায়িত্ব।
অ্যাডভোকেট কালাম আরও বলেন, বেগম খালেদা জিয়া নবীগঞ্জ ব্রিজ নির্মাণের কথা বলেছিলেন। রাজনৈতিক হীনমন্যতার কারণে বিগত সরকার তা বাস্তবায়ন করেনি। আমি আশা করি, অতীতে যেভাবে আমাকে মূল্যায়ন করেছেন, এবারও আপনারা আমাকে সেই মূল্যায়ন করবেন। আমার আবেদন, আপনারা ধানের শীষে ভোট দিন।
তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে নারায়ণগঞ্জ-৫ আসনের সব প্রার্থীকে নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। পরে ওই পরিষদের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কাজ ও দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে।
(ওএস/এএস/জানুয়ারি ৩১, ২০২৬)
