রিপন মারমা, কাপ্তাই : পার্বত্য জেলা রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা হিসাবরক্ষণ অফিসারের কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশের ১৩তম মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোঃ নূরুল ইসলাম।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে তিনি কার্যালয়টি পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন সিএজি। এসময় তিনি সরকারি অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।স্বচ্ছতা ও সেবার মান বৃদ্ধির নির্দেশনা উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে মোঃ নূরুল ইসলাম বলেন, "হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ) মূলত অর্থ মন্ত্রণালয়ের অধীনে সরকারি হিসাব ব্যবস্থা পরিচালনা করে।

পেনশনভোগীদের ভোগান্তি কমাতে ওয়ান-স্টপ সার্ভিস সেল প্রতিষ্ঠা এবং সরকারি আ-চালান ভেরিফিকেশনের কাজ অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন করতে হবে।"

তিনি আরও বলেন,পেনশনারদের প্রাপ্য সম্মান প্রদর্শন এবং স্বচ্ছ জবাবদিহিতার মাধ্যমে জনস্বার্থে নিরীক্ষা ও বাজেট ব্যবস্থাপনায় আরও গতিশীল হতে হবে।

পরিদর্শনকালে সিএজি-র সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে (সিআরবি) অর্থ ও প্রধান হিসাব অধিকর্তা (পূর্ব) (অঃ দাঃ) সৈয়দ মুস্তাফা মাহবুব আলী, চট্টগ্রাম এরিয়া এএফসি অফিসার (আর্মি) রাজিব বড়ুয়া, সিএজি কার্যালয়ের একান্ত সচিব জানেসার আজাদ প্রমুখ।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নেলী রুদ্র, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ এসকান্দর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডাঃ এনামুল হক হাজারী, হর্টিকালচার সেন্টারের তত্ত্বাবধায়ক কৃষিবিদ রাকিব জোবায়ের, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং পিআইও ফরহাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এরপর ওইদিন সন্ধ্যায় মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোঃ নূরুল ইসলাম কাপ্তাই ত্যাগ করে সড়কপথে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। বিদায়লগ্নে কাপ্তাই প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

(আরএম/এএস/জানুয়ারি ৩১, ২০২৬)