‘নগরকান্দা–সালথার বঞ্চনা দূর করতে হলে গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি’
নগরকান্দা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-০২ (নগরকান্দা–সালথা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন "নগরকান্দা–সালথার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে হলে গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি"।এছাড়া তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৬) নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শ্রীরামপট্টির তালপট্টি বাজারে এ উঠান বৈঠক আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য পদপ্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। সভায় সভাপতিত্ব করেন কাইচাইল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী খোরশেদ তালুকদার।উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী।
(পিবি/এএস/জানুয়ারি ৩১, ২০২৬)
