শ্রীনগরের টেক্কায় বিএনপি প্রার্থী আব্দুল্লাহর নির্বাচনী জনসভা
আমিনুল ইসলাম, শ্রীনগর : শ্রীনগর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দয়হাটার টেক্কায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ- ১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ'র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত জনসভায় শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর ইসলাম বেপারীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম খাঁন, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহম্মেদ রনি।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, ওয়ার্ড বিএনপি নেতা দেলোয়ার হোসেন দীপক, আক্তার হোসেন, আবু কালাম, মিন্টু শেখ, ইউসুফ মীর, মনির হোসেন, বরকত উল্লাহ, মনির মীরসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
(এআই/এসপি/জানুয়ারি ৩১, ২০২৬)
