তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আনসার-ব্যাটালিয়ান সদর দপ্তরের কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে গত ৫ দিনে ৩টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।

শুক্রবার (৩০ জানুয়ারী) রাতের দিকে গোপালগঞ্জ শহরের বেদগ্রামে ২ আনসার-ব্যাটালিয়নের ওই দপ্তরের ভিতরে ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিং এর মাঝখানের ফাঁকা জায়গায় জর্দার কৌটায় কালো কসটেপ পেঁচানো একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এসময় ককটেলটি বিকট শব্দে বিস্ফোরণ হলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তবে এতে কোন হতাহত বা ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এ ব্যাপারে গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের পরিচালক তাসকিন আরা জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো ক্ষয়-ক্ষতি বা কেউ হতাহত হয়নি। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি রাত পৌঁনে ১০ টায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে, ২৮ জানুয়ারি রাত পৌঁনে ১০ টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ও আইন শৃংখলা বাহিনী ঘটনাস্থল থেকে আলামত ও সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছে। পুলিশ এসব ঘটনার তদন্ত করছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারোয়ার হোসেন।

এসব ঘটনায় এখনো মামলা হয়নি জানিয়ে ওই কর্মকর্তা আরো জানান, জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হবে।

(টিবি/এসপি/জানুয়ারি ৩১, ২০২৬)