‘আমরা কোন মামলা বাণিজ্য, চাঁদাবাজী ও টেন্ডার বাণিজ্য করবো না’
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে ১১ দলীয় ইসলামী ঐক্যজোট মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল আজিজ মাক্কি বলেছেন, আপনারা যদি ভোটের মাধ্যমে নির্বাচিত করে আপনাদের খাদেম হিসেবে আমাকে জাতীয় সংসদে পাঠান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমরা কোন মামলা বাণিজ্য, চাঁদাবাজী ও টেন্ডার বাণিজ্য করবো না।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি বাজারে নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি ওয়াদা করে বলেন, যদি রিক্সা মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান তাহলে ওয়াদা করছি কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার যেই সমন্ত নিরীহ মানুষদের হয়রানী করা হচ্ছে, মামলা বাণিজ্য করা হচ্ছে সেটাকে ব্যারিকেড দিয়ে দিবো। জিরো টলারেন্স করে দিবো।
আরো ওয়াদা করে বলেন, যিনি আমাকে শত্রু মনে করেন, যিনি আমাকে প্রতিপক্ষ মনে করেন আমি তাদের প্রতি ইনসাফ করবো। যে ব্যক্তি আমার ধর্ম পালন করে না, সনাতন ধর্মসহ অন্য ধর্মের রয়েছেন, আমি তাকে আশ্বস্থ করতে চাই আপনি আপনার ঘরে বসে নির্ধিদ্ধায় নিরাপত্তার সাথে আপনার ধর্ম পালন করবেন। এমন বাংলাদেশ আমরা উপহার দিবো।
রিকশা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, একটি ন্যায়ের রাষ্ট্র, একটি মানবতার রাষ্ট্র, একটি ইসলামের রাষ্ট্র গঠনে রিক্সা মার্কায় ভোট চাই। আমাদের দলে কোন মাদক সম্রাট নাই। কোন ঋণ খেলাফি নাই। কোন অপরাধী নাই। আমরা আপনাদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়বো।
এর আগে তিনি গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির এম এম রেজাউল করিমকে সাথে নিয়ে উপজেলার হরিণাহাটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন। এছাড়াও রাতে উপজেলার বুজুর্গকোনা বাজারে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন। এসময় ১১ দলীয় ইসলামী জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/জানুয়ারি ৩১, ২০২৬)
