লৌহজংয়ে অস্ত্র-ফেনসিডিল-গাঁজাসহ বুলেট বাহিনীর প্রধানসহ গ্রেপ্তার ২
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনী মন্ডল গ্রামে সেনাবাহিনীর অভিযানে পিস্তল ও মাদকসহ বুলেট বাহিনী প্রধান নুরুল আমিন বুলেটকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় সুকুমার হাওলাদার নামে তার এক সহকর্মীকেও গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার সকালে পদ্মা সেতু উত্তর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের মেজর এহসানুল হক পিথু।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৪ থেকে সকাল ৬টা পর্যন্ত সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট বিগ্রেডের একটি দল লৌহজংয়ের মেদিনী মন্ডল গ্রামের আল আমিন খানের বাড়িতে এক অভিযান পরিচালনা করে। এসময় আল আমিন খানের পুত্র বুলেট সশস্ত্র গ্রুপের লিডার নুরুল আমিন বুলেট ও তার সহকর্মী সুকুমার হাওলাদারকে অস্ত্র ও মাদক সহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল একটি সেভেন পয়েন্ট ৬৫ মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা এমেনেশন। এছাড়া ৫০ গ্রাম হিরোইন, ১৪ বোতল ফেনসিডিল, ৫ কেজি গাজা, ৫০ গ্রাম আফিম, ১টি মোবাইল ও ২টি দেশীয় অস্ত্র। এছাড়াও নগদ ১৪ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে আসামীদের পদ্মা সেতু উত্তর থানায় উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
মেজর এহসানুল হক পিথু আরও জানান, আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নিবাচন উপলক্ষে আমরা যৌথবাহিনীর অভিযান অব্যাহত রাখছি। যাতে কোন প্রকার নাশকতা করে কেউ পার পেতে না পারে।
(এমকে/এসপি/জানুয়ারি ৩১, ২০২৬)
