সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  

আজ শনিবার অত্র বিদ্যালয় মাঠে দিনব্যাপী চলে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।

জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার তালুকদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, গট্টি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, স্থানীয় সমাজ সেবক সায়েম মিয়া টিটন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য সাংবাদিক আবু নাসের হোসাইন, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাংবাদিক নিজাম তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

(এএন/এসপি/জানুয়ারি ৩১, ২০২৬)